1.
অবশ্যই কিছুনা কিছু খেয়ে বাসা থেকে বের হবেন।তা না হলে খালি পেটে থাকার জন্য আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে।পেটে বুটবাট শব্দ হবে।
2.
যদি অনাকাঙিখত ভাবে মুখে দুর্গন্ধ থেকেই থাকে তবে এলাচ,দারচিনি কিংবা লবঙ্গ মুখে রাখুন তবে সাবধান মুখে এলাচ,দারচিনি কিংবা লবঙ্গ নিয়ে বোর্ডে হাজির হবেন না।
3.
সালাম দিয়ে বোর্ডের সামনে যান।
4.
সময় বুঝে ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে গুড মর্নিং,গুড আফটারনুন,গুড ইভিনিং বলুন।
5.
বসতে বললে শব্দ না কওে চেয়াওে বসুন এবং ধন্যবাদ বলুন।
6.
দরকারী সনদপত্র গুলো ফাইলে এমন ভাবে সাজিয়ে রাখুন যাতে দরকার পড়লে হাতড়াতে না হয় এবং ফাইলটিকে আলতো করে টেবিলের উপর রাখুন।
7.
কখনো হাচি এলে রুমাল কিংবা টিস্যু মুখে দিয়ে তা করবেন এবং পরনেই দুংখিত বলবেন।
8.
ইন্টারভিউয়ার সিগারেট কিংবা নেশাজাতীয় পানীয় অফার করলে তা সবিনয়ে প্রত্যাখ্যাণ করবেন।
9.
চেয়ারে হালকা হেলান দিয়ে এবং শিরদাড়া সোজা করে বসবেন।
10.
মেয়েরা হাতব্যাগটা চেয়ারের পাশে মাটিতে রাখুন কিংবা চেয়ারে ঝুলিয়ে দিন।ছোট হাতব্যাগ হলে আলতো করে টেবিলের একপাশে রাখুন।
11.
কাজটা কি আপনি পারবেন?এ ধরনের প্রশ্ন করা হলে আমি যথাসাধ্য চেষ্টা করব এ ধরনের জবাব দেওয়াই উত্তম।
12.
বেরোবার সময় সালাম দিয়ে রোম থেকে বেরোবেন।
Friday, December 5, 2014
ইন্টারভিউ বোর্ডে যা করবেন
Related Articles :
যেভাবে সফল হবেন ক্যারিয়ারেজীবন বাঁচানোর জন্য জীবিকা হিসাবে মানুষ কোন না কোন কাজ করে থাকে। এই কাজ করার মাধ্যমেই মানুষ কোন একটি বিষয়ে নিজেকে দক্ষ করে জীবিকার পথ ...
ব্যাংকিং বিষয়ে উচ্চশিক্ষা ব্যাংকিংপেশায় নিয়োজিত এবং এ খাতে চাকরি পেতে আগ্রহীদের সামনে ব্যাংকিং বিষয়ে উচ্চশিক্ষার জন্যএকটি ভালো সুযোগ রয়েছে। আর মহামূল্যবান এ সুয ...
৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতি ...
Bank Asia Limited jobs as Management Trainee Officer and Probationary OfficerA career at Bank Asia Limited offers an opportunity to touch a life with growth and social status. It tries to provide a social statu ...
ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার এবং প্রবেশনারী অফিসার পদে নিয়োগ Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment