1.
অবশ্যই কিছুনা কিছু খেয়ে বাসা থেকে বের হবেন।তা না হলে খালি পেটে থাকার জন্য আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে।পেটে বুটবাট শব্দ হবে।
2.
যদি অনাকাঙিখত ভাবে মুখে দুর্গন্ধ থেকেই থাকে তবে এলাচ,দারচিনি কিংবা লবঙ্গ মুখে রাখুন তবে সাবধান মুখে এলাচ,দারচিনি কিংবা লবঙ্গ নিয়ে বোর্ডে হাজির হবেন না।
3.
সালাম দিয়ে বোর্ডের সামনে যান।
4.
সময় বুঝে ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে গুড মর্নিং,গুড আফটারনুন,গুড ইভিনিং বলুন।
5.
বসতে বললে শব্দ না কওে চেয়াওে বসুন এবং ধন্যবাদ বলুন।
6.
দরকারী সনদপত্র গুলো ফাইলে এমন ভাবে সাজিয়ে রাখুন যাতে দরকার পড়লে হাতড়াতে না হয় এবং ফাইলটিকে আলতো করে টেবিলের উপর রাখুন।
7.
কখনো হাচি এলে রুমাল কিংবা টিস্যু মুখে দিয়ে তা করবেন এবং পরনেই দুংখিত বলবেন।
8.
ইন্টারভিউয়ার সিগারেট কিংবা নেশাজাতীয় পানীয় অফার করলে তা সবিনয়ে প্রত্যাখ্যাণ করবেন।
9.
চেয়ারে হালকা হেলান দিয়ে এবং শিরদাড়া সোজা করে বসবেন।
10.
মেয়েরা হাতব্যাগটা চেয়ারের পাশে মাটিতে রাখুন কিংবা চেয়ারে ঝুলিয়ে দিন।ছোট হাতব্যাগ হলে আলতো করে টেবিলের একপাশে রাখুন।
11.
কাজটা কি আপনি পারবেন?এ ধরনের প্রশ্ন করা হলে আমি যথাসাধ্য চেষ্টা করব এ ধরনের জবাব দেওয়াই উত্তম।
12.
বেরোবার সময় সালাম দিয়ে রোম থেকে বেরোবেন।
Friday, December 5, 2014
ইন্টারভিউ বোর্ডে যা করবেন
Related Articles :
জেনে নিন তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত কিছু শব্দের পূর্ণরূপ ১। HTTP — Hyper Text Transfer Protocol. ২। HTTPS — Hyper Text Transfer Protocol Secure. ৩। IP — Internet Protocol. ৪। URL — Unifor ...
ইন্টারভিউ বোর্ডে যা একেবারেই করবেন না 1.ইন্টারভিউয়ের বোর্ডে হন্তদন্ত হয়ে প্রবেশ করবেন না। 2. বিনা অনুমতিতে বসে পড়বেন না কিংবা চেয়ার টানাটানি কওে শব্দ করবেন না।যদি বসতে না ব ...
যেভাবে সফল হবেন ক্যারিয়ারেজীবন বাঁচানোর জন্য জীবিকা হিসাবে মানুষ কোন না কোন কাজ করে থাকে। এই কাজ করার মাধ্যমেই মানুষ কোন একটি বিষয়ে নিজেকে দক্ষ করে জীবিকার পথ ...
"MANAGEMENT TRAINEE OFFICER" job in BRAC Bank LimitedBRAC Bank Limited offers great platform to build your career with learning and career growth matched with compatible compensation an ...
হতাশ হবার কিছুই নেইহাতের তালুর মত একটি জায়গা বাংলাদেশ; সেখানে ১৬ কোটিরও বেশি মানুষের বাস। তার উপর আবার শিল্পকারখানা-ব্যবসা বানিজ্য তেমন প্রসারিত না হওয়া ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment