1.
অবশ্যই কিছুনা কিছু খেয়ে বাসা থেকে বের হবেন।তা না হলে খালি পেটে থাকার জন্য আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে।পেটে বুটবাট শব্দ হবে।
2.
যদি অনাকাঙিখত ভাবে মুখে দুর্গন্ধ থেকেই থাকে তবে এলাচ,দারচিনি কিংবা লবঙ্গ মুখে রাখুন তবে সাবধান মুখে এলাচ,দারচিনি কিংবা লবঙ্গ নিয়ে বোর্ডে হাজির হবেন না।
3.
সালাম দিয়ে বোর্ডের সামনে যান।
4.
সময় বুঝে ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে গুড মর্নিং,গুড আফটারনুন,গুড ইভিনিং বলুন।
5.
বসতে বললে শব্দ না কওে চেয়াওে বসুন এবং ধন্যবাদ বলুন।
6.
দরকারী সনদপত্র গুলো ফাইলে এমন ভাবে সাজিয়ে রাখুন যাতে দরকার পড়লে হাতড়াতে না হয় এবং ফাইলটিকে আলতো করে টেবিলের উপর রাখুন।
7.
কখনো হাচি এলে রুমাল কিংবা টিস্যু মুখে দিয়ে তা করবেন এবং পরনেই দুংখিত বলবেন।
8.
ইন্টারভিউয়ার সিগারেট কিংবা নেশাজাতীয় পানীয় অফার করলে তা সবিনয়ে প্রত্যাখ্যাণ করবেন।
9.
চেয়ারে হালকা হেলান দিয়ে এবং শিরদাড়া সোজা করে বসবেন।
10.
মেয়েরা হাতব্যাগটা চেয়ারের পাশে মাটিতে রাখুন কিংবা চেয়ারে ঝুলিয়ে দিন।ছোট হাতব্যাগ হলে আলতো করে টেবিলের একপাশে রাখুন।
11.
কাজটা কি আপনি পারবেন?এ ধরনের প্রশ্ন করা হলে আমি যথাসাধ্য চেষ্টা করব এ ধরনের জবাব দেওয়াই উত্তম।
12.
বেরোবার সময় সালাম দিয়ে রোম থেকে বেরোবেন।
Friday, December 5, 2014
ইন্টারভিউ বোর্ডে যা করবেন
Related Articles :
হতাশ হবার কিছুই নেইহাতের তালুর মত একটি জায়গা বাংলাদেশ; সেখানে ১৬ কোটিরও বেশি মানুষের বাস। তার উপর আবার শিল্পকারখানা-ব্যবসা বানিজ্য তেমন প্রসারিত না হওয়া ...
Maddhapara Granite Mining Company Ltd. Job Circular (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Maddhapara Granite Mining Company Limited (MGMCL), a company of Petrobangla u ...
Trust Bank Limited Junior Officer, Trainee Assistant Officer and Trainee Assistant Cash Officer jobs, Trust Bank Limited is a private commercial bank established in 1999 in Bangladesh. The bank is sponsored by the Army Welfare ...
Standard Chartered Bank Jobs Circular Standard Chartered is a leading international bank operating in some of the most dynamic markets in the world, in Asia, Africa and t ...
Jobs at Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) is a state-owned bank in Bangladesh wit ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment