Friday, December 5, 2014

ইন্টারভিউ বোর্ডে যা একেবারেই করবেন না

1.
ইন্টারভিউয়ের বোর্ডে হন্তদন্ত হয়ে প্রবেশ করবেন না।
2.
বিনা অনুমতিতে বসে পড়বেন না কিংবা চেয়ার টানাটানি কওে শব্দ করবেন না।যদি বসতে না বলে তবে বিনীত স্বরে অনুমতি নিয়ে বসবেন।
3.
গালে কিংবা বুকে হাত রেখে বসবেন না কিংবা টেবিলে কনুই রাকবেন না।
4.
ইন্টারভিউয়ার সিগারেট ধরানোর লাইটার খুজছেন সে মুহুর্তে আপনি পকেট তেকে লাইটার বের করে দিবেন না।
5.
টেবিলে থাকা কোন জিনিস নিয়ে নাড়াচড়া করবেন না।
6.
প্রশ্ন করা হলে চুপ থাকবেন না।
7.
হাসির কোন প্রসঙ্গ উঠলে বেশি হাসার চেষ্টা করবেন না।
8.
চেয়ারে বসে জমিদারী ভঙ্গিতে পা নাড়াছাড়া করবেন না।
9.
চাকরীটা আমার হবে কি? এ ধরনের প্রশ্ন কখনোই করবেন না।
10.
কাজটা কি পারবেন? এ ধরনের প্রশ্নের জবাবে চট কওে হ্যা,পারব কিংবা না পারার কি আছে এ ধরনের উত্তর দিতে যাবেন না।
11.
ইন্টারভিউ চলাকালীন সময়ে সিগারেট ধরাবেন না।

ইন্টারভিউ বোর্ডে যা একেবারেই করবেন না Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment