রূপকল্প : থিংক বিগ – বড় করে ভাবতে হবে। তরুনরাই আসলেবড় স্বপ্ন দেখতে পারে বলে যে ধারণা প্রচলিত সাবেরুল তার সঙ্গে একমত। কাজে বড় চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি।
Sunday, November 16, 2014
সাবিরুল ইসলাম এর ১০ টিপস
রূপকল্প : থিংক বিগ – বড় করে ভাবতে হবে। তরুনরাই আসলেবড় স্বপ্ন দেখতে পারে বলে যে ধারণা প্রচলিত সাবেরুল তার সঙ্গে একমত। কাজে বড় চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি।
তিন আঘাত – ত্রি স্ট্রাইক : চাইলেই তো বড় উদ্যোক্তা হওয়া যায় না। আবার কেবল স্বপ্ন থাকলেও হয় না। স্বপ্ন বাস্তবায়নের জন্য দরকার দর্শন। নিজর একেবারে নতুন দর্শন হতে পারে কিংবা কোন প্রচলিত দর্শনকে ফলো করা যেতে পারে। তীব্রতা, সততা এবং বুদ্ধিমত্তা হবে সেই দর্শন বাস্তবায়নের হাতিয়ার।
বিশ্বাস – বিশ্বাসে মিলায় স্বর্গ, তর্কে বহুদূর। নিজের ওপর অবিচল বিশ্বাস থাকতে হবে। নতুবা বেশিদূর যাওয়া যাবে না।
তিন –সি : কমিটমেন্ট, কন্ট্রোল, কম্পিটিশন। বিশ্বাসের পরই কমিটমেন্ট আর ব্যালান্স। অনেক উদ্যোক্তা ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেন নি। তার মানে এই নয় যে, তোমাকেও ড্রপআউট হতে হবে। তুমি যদি পড়ালেখাটা কর তাহলে বাড়তি এডভান্টেজও পেতে পারো। মোদ্দা কথা হল একটা ব্যালান্সড চিন্তা ও কাজ।
ফীডব্যাক ও উপদেশ : প্রতিদিনই শিখতে হবে। হামবড়া ভাব আসলেই কিন্তু মরতে হবে। এই জন্য ফীডব্যাক এবং উপদেশের জন্য নিজের দুইকান আর চোখ সবসময় খোলা রাখতে হবে।
ধৈর্য – বলার কিছু আছে?
ধৈর্য – বলার কিছু আছে?
শ্রদ্ধা : গর্ব এবং ঔদ্ধত্যকে মিলিয়ে ফেলা যাবে না। তুমি এমন জায়গায় একদিন গিয়ে পৌছাবে যে সবাই তোমার কাছে আসতে চাইবে, তোমার কথা শুনতে চাইবে। রোল মডেল হতে হবে। সবাইকে শ্রদ্ধা করতে হবে।
নেটওয়ার্ক – নিজের নেটওয়ার্ক বড় কর। ব্যসা উদ্যোগ বড় হয়ে অন্যদের জ্ঞান আর সহায়তা দিয়ে। নেটওয়ার্ক বড় করে সেটি করা যায়। সবার সঙ্গে মিশো, নিজের উদ্যোগের কথা জানাও। জানাো এবং জানাও। “Be the one who approaches rather than being the one who is approached. ”
ক্যারিশমা – নিজের ওপর বিশ্বাস আর আত্মবিশ্বাস হল একদিক। অন্যদিকে নানান দিক থেকে তোমাকে এপ্রোচ করবে। কাজে সব মিলিয়ে নিজের একটা ক্যারিশম্যাটিক ভাব গড়ে তোল।
কথা থেকে কাজ : সব শেষ কথা। কথা দিয়েই শেষ করা যাবে না। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে সেটিকে কাজে নামাতে হবে।
সাবিরুল ইসলাম এর ১০ টিপস
Rating: 4.5
Diposkan Oleh:
Ripon Abu Hasnat
Related Articles :
ব্যাংক ভাইবা নিয়ে ভাবছেন? জেনে রাখুন; কাজে লাগবেডিভিডেন্ডডিভিডেন্ড অর্থ লভ্যাংশ।একটি কোম্পানির তার মুনাফার যেঅংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেথাকে তা-ই লভ্যাংশবা ডিভিডেন্ড।ডিভিডেন্ ...
ইংরেজিতে দক্ষ হতে গেলে বাংলাদেশ খুবই মজার একটা জায়গা। এখানে আর কিছু না জেনে শুধুমাত্র ইংরেজী ভাল জানলেই ভাল ক্যারিয়ার নিশ্চিত। কথাটা ছোট কিন্তু বেশ খাসা ...
"MANAGEMENT TRAINEE OFFICER" job in BRAC Bank LimitedBRAC Bank Limited offers great platform to build your career with learning and career growth matched with compatible compensation an ...
হতাশ হবার কিছুই নেইহাতের তালুর মত একটি জায়গা বাংলাদেশ; সেখানে ১৬ কোটিরও বেশি মানুষের বাস। তার উপর আবার শিল্পকারখানা-ব্যবসা বানিজ্য তেমন প্রসারিত না হওয়া ...
Jobs at Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) is a state-owned bank in Bangladesh wit ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment