Tuesday, May 26, 2015

ক্যারিয়ার গড়তে

জীবন অতটা সহজ নয়, যতটা আমরা ভাবি। ক্যারিয়ার বেছে নেয়ার বিষয়টিও ঠিক এমনই। আসুন জেনে নিই  ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন দিকগুলোয় বেশি নজর দেয়া জরুরি
অনেক তরুণই আছেন, যারা কোন পথে ক্যারিয়ার গড়বেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেন জীবনের শুরুতেই। এক্ষেত্রে স্মরণ করিয়ে দেয়া প্রয়োজন, ক্যারিয়ারের কোন পথটা ধরে এগোলে জীবনে কোনো গ্লানি থাকবে না, সফলতার দেখা মিলবে খুব সহজেই, তরুণ বয়সে এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া খুব একটা সহজ নয়। তাই নিজেকে প্রস্তুত না করে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। অনেক তরুণই জানেন না যে আসলে তারা কী করতে চান। তাই লক্ষ্য স্থিরে প্রয়োজনবোধে এক থেকে দুই বছর সময় নিন। নিজেকে আবিষ্কারের চেষ্টা করুন। ভেবে দেখুন, কোন ধরনের ক্যারিয়ার আপনার জন্য মানানসই।
কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে যে বিষয়ের ওপর ক্যারিয়ার গড়তে চান, তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য সুযোগকেও কাজে লাগান। তাহলে জীবনে চলচ্ছক্তি ও নমনীয়তা যেমন আসবে, তেমনিভাবে চাইলে চাকরি পরিবর্তনের কাজটা করা যাবে অনায়াসেই। যেমন আপনি যদি নৌ-প্রকৌশলী হতে চান, তাহলে ফটোগ্রাফি কিংবা লেখার ওপর প্রশিক্ষণ নিতে পারেন। এতে চাকরিতে থাকা অবস্থায়ও আপনি ফটোগ্রাফি কিংবা ভ্রমণ কাহিনী লিখেও অর্থ আয় করতে পারেন। আর চাইলে এগুলোকেও পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন।
ক্যারিয়ার পছন্দের ক্ষেত্রে কোন বিষয়টা বেশি টানে, তা আপনাকেই নির্ধারণ করতে হবে। যে বিষয়ে আপনার দখল বেশি, যা আপনার শক্তিমত্তার পরিচায়ক, ক্যারিয়ার গড়ার চেষ্টা করুন সেখানেই। কিন্তু যদি এমন হয়, সারা জীবন আপনি এমন কোনো কাজ করে গেলেন, যে বিষয়ে আপনার ঘাটতি রয়েছে, তাহলে বিষণ্নতা জেঁকে বসবে আপনার ওপর। হতাশা নিয়ে ক্যারিয়ারে খুব বেশি দূর এগুনো সম্ভব নয়।
আপনার আগ্রহের পেশায় যারা ভালো করছে, তাদের সঙ্গে কথা বলুন। জিজ্ঞেস করুন, অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও তারা চাকরি উপভোগ করছে কিনা। এই পেশার কোন দিকটি তাদের বেশি ভালো লাগে কিংবা এর খারাপ দিক কোনটা, তা জেনে নিন। এ পেশায় কাজ ও ব্যক্তিজীবনের সঙ্গে ভারসাম্য বজায় থাকবে কিনা, এমন খুঁটিনাটি বিষয়গুলো তাদের কাছ থেকে জেনে নিতে পারেন।
অনেক সময় ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দ্বিধাদন্দ্বে ভুগে থাকেন তরুণরা। সিদ্ধান্ত নেয়ার সময় পিতা-মাতা, শিক্ষক, বন্ধুবান্ধবের সাহায্য নিতে পারেন। তবে সত্যিকারঅর্থে, ব্যক্তিগতভাবে আপনি কোন ধরনের কাজের জন্য উপযুক্ত, তা আপনিই ভালো জানেন। তাই সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে।( বণিক বার্তা )

ক্যারিয়ার গড়তে Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment