Thursday, March 19, 2015

এ গরমে ইন্টারভিউয়ের প্রস্তুতি

গ্রীষ্মের গরমে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন আমাদের অনেককেই জীবিকা অন্বেষণের তাগিদে মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন চাকরীর ইন্টারভিউয়ের। ঋতু অনুযায়ী যেমনি করে আমাদের পোশাক কিংবা প্রসাধন সামগ্রী বদল করতে হয়, তেমনিভাবে ইন্টারভিউ দিতে যাবার আগেও আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে।

বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে গরমের সময় তাপমাত্রা মোটামোটি বেশিই থাকে। যার ফলে শরীর ঘামে অনেক বেশী। আর ঘাম সৃষ্টি করে দুর্গন্ধ ও অস্বস্তি। তাই, এই গরমে চাকুরীর ইন্টারভিউ দিতে যাবার আগে কি ধরণের প্রস্ততি নিতে হবে জানা যাক। পূর্ব প্রস্তুতি থাকলে অনেক স্বাচ্ছন্দ্যভাবে ইন্টারভিউ বোর্ডকে মোকাবেলা করতে পারবেন।
পোশাকঃ
ইন্টারভিউ দিতে যাবার সময় আপনার সবচেয়ে গুরুত্ব¡পূর্ণ অনুসংগ হচ্ছে পোশাক। কারণ, একজন লোকের পোষাক-আশাক দেখেই অনেকাংশে ধারনা নেয়া যায়। যারা ইন্টারভিউ নেবেন তারা আপনার সম্পর্কে কিছুই জানেন না । তাই খেয়াল রাখতে হবে শুরুতেই আপনাকে দেখে যেন আপনার প্রতি কোন নেগেটিভ ধারণা না হয় তাদের। তবে যেহেতু আপনি কোন ফ্যাশন শো কিংবা সুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছেন না, যাচ্ছেন চাকরীর ইন্টারভিউ দিতে, সেহেতু আপনার পোশাক অবশ্যই হতে হবে প্রফেশনাল। সুতি পোশাক গরমে আরামদায়ক এবং বাতাসের আদ্রতা থাকলে শরীরের ঘামকে শুষে নিতে সহায়ক। তাই, সুতি কাপড়ের শার্ট/ জামা পড়া ভালো ও স্বস্তিদায়ক। সিল্ক বা সিনথেটিক ধরনের পোশাক পড়া অনুচিত। গলা এবং ঘাড়ের ধমনী প্রচুর তাপ উৎপাদন করে তাই এই অংশে বাতাস লাগাবার ব্যবস্থা রাখতে পারেন। তবে পোশাক যাই হোক, তা হওয়া চাই হালকা রঙের। ফিল্মের নায়ক-নায়িকাদের মত উজ্জল ও রঙ-চঙা পোষাক পরিত্যাগ করতে হবে।
প্রসাধন, সুগন্ধি ও অন্যান্য
গরমে ইন্টারভিউ দিতে যাবার আগে চুলে শ্যাম্পু করে যান। চুলে তেল পরিহার করুন। ঝরঝরে চুল আপনাকে সজীব রাখবে আর তেল দেয়া চুল আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। এছাড়া, ইন্টারভিউ বোর্ডে যাবার আগে সুগন্ধি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আপনার শরীর থেকে যদি পশুর শরীরের গন্ধ আসে তাহলে পরিস্থিতিটা কী রকম হতে পারে নিজেই বুঝুন। গরমের দিনে শরীর ঘেমে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি হতেই পারে। তাই, যাতে দুর্গন্ধ না ছাড়ায় সে দিকে খেয়াল রাখতে হবে। আজকাল অনেকেই ইন্টারভিউ দিতে যাবার সময় সাথের ব্যাগে করে পারফিউম নিয়ে যান এবং বোর্ডে ঢোকার আগে ব্যবহার করেন। তবে সে জন্য কড়া পারফিউম ব্যববার করা যাবেনা। হালকা গন্ধের পারফিউম ব্যববার করতে হবে।
গরমে যতটা সম্ভব মেকআপ বা প্রসাধন সামগ্রী কম ব্যবহার করে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। নিতান্তই যদি দিতে হয় তবে সে ক্ষেত্রে হাল্কা মেকআপ দিয়ে নিন। গরমে ঘাম হওয়া এবং পানি পিপাসা পাওয়া স্বাভাবিক। তাই ব্যাগে টিস্যু, পানির বোতল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস রাখুন। টিস্যু আপনার ঘাম মুছতে সাহায্য করবে আর পানি পান আপনার টেনশনকে অনেকটা প্রশমিত করবে। 

যাতায়াতঃ
যাতায়াত খুবই ঝামেলার বিষয়। বিশেষ করে ইন্টারভিউ এর দিনের যাতায়াত। আর সেটা যদি হয় ঢাকা শহর তাহলে কিছু বলার নেই। যতটা সম্ভব ভিড় ও রোদকে এড়িয়ে এবং যানবাহনে করে সঠিক সময়ে ইন্টারভিউ স্থলে পৌঁছান। বাসা থেকে সাথে করে একটি ছাতা নিয়ে বের হতে পারেন যা আপনাকে রোদ থেকে বাঁচাবে। তবে ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় ছাতাটি ব্যাগে ঢুকিয়ে রাখবেন কিংবা বাইরে রেখে যাবেন। সম্ভব হলে হেটে যাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার শরীর কম ঘামবে এবং আপনি অস্বস্তি বোধ করবেন না। পরিশেষে, শুভ হোক আপনার আগামীর পথচলা।

এ গরমে ইন্টারভিউয়ের প্রস্তুতি Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment