Tuesday, March 17, 2015

মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট; ব্যাংকে চাকুরী পাবার এক অব্যর্থ হাতিয়ার!

যারা ব্যাংকে চাকুরী করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ন। ব্যাংকের চাকরী পাবার ক্ষেত্রে এমবিএম ডিগ্রীধারীরা অগ্রাধিকার পেয়ে থাকেন। তাই, সময় এবং সুযোগ থাকলে এ কোর্সটি করে নেয়া ভাল।

কারা ভর্তি হতে পারেন এ কোর্সে

যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রীধারীরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে, শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ থাকতে হবে এবং কোন তৃতীয় বিভাগ থাকতে পারবে না। স্নাতকদের প্রথম বিভাগ ধরা হবে সিজিপিএ ৩.৫০ থেকে আর এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে ৪.০০-এর ওপরে প্রথম বিভাগ এবং ৩.০০ থেকে ৪.০০ পর্যন্ত দ্বিতীয় বিভাগ ধরা হয়।

ভর্তি পদ্ধতি
বছরে দুবার ভর্তি প্রক্রিয়া চলে । ভর্তিও আবেদনের সময়সীমা পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত প্রচার করা হয়ে থাকে। যথাসময়ে আবেদনের পর প্রার্থীকে দেড় ঘণ্টার একটি ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। এ দেড় ঘণ্টার মধ্যে ৩০ মিনিট এমসিকিউ বা নৈর্ব্যক্তিক এবং ৬০ মিনিট লিখিত প্রশ্নের উত্তর দিতে হয়। এমসিকিউ অংশের প্রশ্ন করা হয় ইংরেজী ও গণিত থেকে। আর লিখিত পরীক্ষায় প্রার্থীর ইংরেজি লেখার ওপর দক্ষতা নিয়ে প্রশ্ন করা হয়। ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০০ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়ে থাকে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং মেধা তালিকার ভিত্তিতে প্রথম ৫০ জনকে ভর্তি করা হয়। পাশাপাশি রাখা হয় একটি অপেক্ষমাণ তালিকাও। আসন শুন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি করা হয়।

খরচ ও অন্যান্য
৩২ মাসের এমবিএম কোর্সে সর্বমোট ৭২ ক্রেডিট সম্পন্ন করতে হয়। যার মধ্যে কোর্স ওয়ার্ক, প্রজেক্ট পেপার ও মৌখিক পরীক্ষা রয়েছে। অনাবাসিক প্রার্থীদের ক্ষেত্রে ভর্তি ফি, সেমিস্টার/ টার্ম ফি, সেন্টার ফি ইত্যাদি বাবদ প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে থাকে। আবাসিক প্রার্থীদের ক্ষেত্রে এ টিউশন ফির অতিরিক্ত সিট ভাড়া ও খাবার খরচ দিতে হয়।

যোগাযোগ:
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট
প্লট-৪, মেইন রোড-১,
সেকশন-২, মিরপুর,
ঢাকা।
ফোন : ৯০০৩০৩১-৫, ৯০০৩০৫১-২

মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট; ব্যাংকে চাকুরী পাবার এক অব্যর্থ হাতিয়ার! Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment