Sunday, February 8, 2015

যেভাবে নিবেন ইংরেজীর প্রস্তুতি

অধিকাংশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশে ২০টি এমসিকিউ প্রশ্ন থাকে। কোনো কোনো ব্যাংকের প্রশ্নে ২৫-৩০টি প্রশ্নও ইংরেজি থেকে করা হয়। এছাড়া লিখিত অংশেও ইংরেজির প্রাধান্য দেখা যায়। তাই নিয়োগ পরীক্ষায় ইংরেজীতে ভালো করা জরুরী। আর তাতে ভালো করতে হলে Right from of verb, Tense, Voice, Narration, Preposition, Antonym, Synonym, Analogy, Transformation of sentences. Correction of Sentence, Phrases and Idioms, Spelling, Translation ইত্যাদি বিষয়ে ভালো প্র¯তুতি নিতে হবে। এ ছাড়া ইংরেজী সাহিত্যের উল্লেখযোগ্য কবি, নাট্যকার ও সাহিত্যিকদের প্রধান সাহিত্যকর্ম সম্পর্কে জানতে হবে। লিখিত অংশের জন্য Paragraph Writing, Letter Writing, Précis Writing, Passage Translation and Short Essay এর উপর একটু জোর দিন। ইংরেজীতে ভালো প্রস্তুতির জন্য -১। ইংলিশ ফর কমপিটেটিভ এক্সাম এবং ২। যে কোন একটি ভাল গ্রামার বই - Murphy এর Intermediate English অথবা Wren and Martin এর বইটা পড়তে পারেন। আর ক্লাস নাইন-টেন কিংবা ইন্টারমিডিয়েট এর ইংরেজী বইগুলো নেড়েচেড়ে দেখতে পারেন।

যেভাবে নিবেন ইংরেজীর প্রস্তুতি Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment