Thursday, February 5, 2015

ব্যাংক জব প্রিপারেশন নিয়ে খুব টেনশনে?

ব্যাংক জব প্রিপারেশন নিয়ে সবাই খুব টেনশনে থাকেন। কিন্তু. টেনশনে যদি আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে জব এক্সামের প্রিপারেশন নেবেন কীভাবে? কোনটা রেখে কোনটা পড়বেন তা ভাবতে ভাবতেই দিন পুড়িয়ে যাচ্ছে। বাজাওে আপনার প্রতিযোগী বেড়ে যাচ্ছে। পড়া আর হচ্ছেনা। আমি একজন ব্যাংকার হিসেবে শুধু এটুকুই বলবো, পড়তে থাকুন; চর্চায় থাকুন। প্রতিদিন কম করে হলেও একটা করে কোন একটি ব্যাংক এর চাকুরীর পরীক্ষার প্রশ্ন সমাধান করুন। এতে সপ্তাহে সাতটা আর মাসে ত্রিশটা প্রশ্ন সমাধান করা হবে। 

লাভবান হবেন কীভাবে?

ধরুন, প্রতিটি ১০০ নম্বরের প্রশ্নে ২০টি অংক প্রশ্ন আছে। এতে মাসে আপনি ৩০*২০=৬০০ টি অংক প্রশ্নের সমাধান করতে পারবেন। এ ৬০০ প্রশ্নের ভিতর অংকের এমন কোন ধারা নেই যার উপর প্রশ্ন নেই। আর একটা বিষয়, বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে, এ প্রশ্নগুলোই বারবার শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করে বিভিন্ন পরীক্ষায় আসছে। আর আজকাল প্রশ্ন বিভিন্ন বই থেকেই তুলে দেয়া হয়। বাণিজ্যিকীকরণের এ যুগে কারো হাতে এতো সময় নেই যে চিন্তা করে ক্রিয়েটিভ প্রশ্ন বানাবে। পরীক্ষার্থী এবং পরীক্ষাগ্রহণকারী এ দুপক্ষই আজ শর্টকাট মেথডে ডুবে গেছে।
তারপরও যদি মন চায় তবে নিচের এ বই  গুলো পড়তে পারেন-
  •  ইংলিশ এমপিথ্রি
  •  সাইফুরস ম্যাথ
  • সাইফুরস ব্যাংক জব টেস্ট পেপার
  •  ব্যাংক জব সল্যুয়েশান
  • সাইফুরস এমবিএ টেস্ট পেপার
  • ব্যারনস জিম্যাট

ব্যাংক জব প্রিপারেশন নিয়ে খুব টেনশনে? Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment