Friday, February 27, 2015

হতাশ হবার কিছুই নেই

হাতের তালুর মত একটি জায়গা বাংলাদেশ; সেখানে ১৬ কোটিরও বেশি মানুষের বাস। তার উপর আবার শিল্পকারখানা-ব্যবসা বানিজ্য তেমন প্রসারিত না হওয়ায় কর্মসংস্থান হয়ে উঠেছে সোনার হরিণ। চারদিকে মেধাবী বেকার আর দালালের আনাগোনা। বেকারেরা চেষ্টায় আছে দুমুঠো খেয়ে পড়ে বাঁচার জন্য একটি চাকুরীর, আর দালালেরা চেষ্টায় আছে মক্কেল (স্বল্প মেধা বা মেধাহীন) ধরার। যেখানে একটি পোস্টের চাকরীর বিপরীতে হাজার বেকার লাইনে দাড়ায়, সেখানে দালালের আনাগোনা থাকলে তাতে আর আশ্চর্য হবার কিইবা আছে? মোটামোটি বেতনের (২০০০০-৩০০০০ টাকা) একটা চাকুরীর জন্য একদল বেকার খুব পড়াশোনা করছে আর এক দল বেকার দালালের পিছনে ছুটছে। চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে চুড়ান্ত নিয়োগ দেয়া পর্যন্ত যেহেতু পুরোটাই একটি গোপন প্রক্রিয়া সেহেতু চাকুরী নিয়ে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো নিয়োগ প্রক্রিয়ায় আড়ালে কী হচ্ছে সে বিষয়ে চাকুরী প্রার্থীরা সবসময় থেকে যাচ্ছে অজ্ঞাত। অধিকাংশ ক্ষেত্রেই..........

হতাশ হলেন বোধ হয়! হতাশ হবার কিছু নেই। আপনি হয়তো ভাবছেন ঘুষ লেনদেন আর স্বজনপ্রীতির কারনে চাকরীর এ বাজারে চাকরীর পাওয়া সহজ নয়। তাই বলে পিছু হটলে কি চলবে?। একবার হেরে গেলে আবার চেষ্টা শুরু করা উচিত আপনার এখন থেকেই। হয়তো একটু সময় লাগবে। ভাগ্যেও শিকে আপনার ছিড়বেই। চাকুরী পেয়ে যাবেন নিশ্চয়ই একসময়। তারপরও যারা একেবারেই হতাশ তাদেরকে বলছি- ধরুন, একটি ব্যাংকে ১০০০ লোকের নিয়োগের সার্কুলার হয়েছে। শুনা যাচ্ছে সেখানে সবগুলো পদই পুরণ করা হবে অর্থ কেলেঙ্কারীর মাধ্যমে। হতাশ হবেন না। কারন, নিয়োগদাতারা এতো বোকা নয়। তারা কিছু লোককে মেধার ভিত্তিতে নিয়োগ দেবেই। কেন দেবে? সঠিক কারন আমার জানা নেই। তবে নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত থাকার অভিজ্ঞতায় দেখেছি কিছু লোককে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। হয়তো নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করার জন্যই নিয়োগদাতারা এটা করে। যদি এমন হয় যে, ১০০০ জনের মধ্যে ৯৯৯ জন লোকও ঘুষ লেনদেন আর স্বজনপ্রীতির কারনে নিয়োগ পায়, তাহলেও আপনার দুঃখ পাওয়ার কিছু নেই। কারন, ঐ যে একটা পোস্টে মেধায় নিয়োগ হবে সেটাই আপনার প্রয়োজন। আপনি যেহেতু মানুষ একজন সেহেতু চাকরীতেও আপনার একটা পোস্টই দরকার। আপনি প্রস্তুতি নিন ঐ একটা পোস্ট দখলের জন্য। নিজের সর্বোচ্চ চেষ্টাটা করুন ঐ পোস্টের জন্য। আপনি পারবেন মেধায় দখল করতে সেই একটি পোস্ট; আপনার সেই ক্ষমতাও আছে ,আপনি শুধু আপনার সর্বোচ্চ চেষ্টাটা করুন।

হতাশ হবার কিছুই নেই Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment