সাধারণতব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রপ্রণয়ন করে থাকে ঢাকাবিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), ব্যবসায় শিক্ষা অনুষদ, অর্থনীতিবিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউটঅব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। পরীক্ষারসময় এক থেকে তিনঘণ্টা পর্যন্ত হতে পারে।কোনো কোনো ব্যাংকের প্রশ্নচার-পাঁচটি বিষয়েই থাকে। আবারকোনো কোনো ব্যাংকে তিনটিবিষয় থেকে প্রশ্ন হয়। প্রস্তুতিনেওয়ার সময় সব বিষয়ইজানা থাকতে হবে।প্রস্তুতি ভালো থাকলে প্রশ্নযেমন-ই হোক, ভালোকরা যায়।
পরীক্ষা পদ্ধতি
ব্যাংকার্সরিক্রুটমেন্ট পরীক্ষাগুলোতে এক ব্যাংক থেকেঅন্য ব্যাংকে কিছুটা ভিন্নতা থাকলেওপ্রশ্নের ধরন সাধারণত একইধরনের হয়ে থাকে।নিয়োগ পরীক্ষায় সাধারণত ১০০ নম্বরের প্রশ্নহয়। প্রায়সব ব্যাংকেই এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষাহয়। এমসিকিউঅংশের প্রশ্ন হয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার, অ্যানালিটিক্যালঅ্যাবিলিটি, পাজলস এবং ডাটাসাফিশিয়েন্সি অংশ থেকে।আর লিখিত বা বর্ণনামূলকপরীক্ষায় প্রশ্ন থাকে গণিত, ইংরেজি ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিঅংশ থেকে। তবেবিভিন্ন ইসলামী ব্যাংকের প্রশ্নএকটু ব্যতিক্রম হয়ে থাকে।এ বিষয়গুলো ছাড়াও ইসলামী সংস্কৃতিও অর্থব্যবস্থার ওপর বেশ কিছুপ্রশ্ন থাকে। সরকারিএবং ইসলামী ব্যাংক ছাড়াঅন্য ব্যাংকগুলোর প্রশ্ন করা হয়সাধারণত ইংরেজিতে। পরীক্ষারসময় এবং নম্বর বণ্টনেরক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের মধ্যে ভিন্নতা দেখাযায়।
বাংলা
বাংলাবিষয়ক প্রশ্নগুলো করা হয় সাধারণতব্যাকরণ এবং সাহিত্য থেকে। ব্যাকরণেরভাষা, বর্ণ, শব্দ, বাক্য, সন্ধি-বিচ্ছেদ, লিঙ্গান্তর, বচন, বানান শুদ্ধি, কারক ও বিভক্তি, সমাস, পদ, প্রকৃতি-প্রত্যয়, বাগধারা, এককথায় প্রকাশ, অনুবাদ, অর্থনীতিবিষয়ক প্রবন্ধ প্রভৃতি থেকে প্রশ্ন হয়েথাকে। এছাড়া বাংলা ভাষা ওসাহিত্যের উৎপত্তি এবং বিকাশ, বিখ্যাতকবি-সাহিত্যিকদের জীবনী ও কর্ম, সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা, চরিত্র ওউক্তি, বিখ্যাত পত্রপত্রিকার সম্পাদক প্রভৃতি বিষয়েও
প্রশ্ন করা হয়।
বাংলাবিষয়ক প্রশ্নগুলো করা হয় সাধারণতব্যাকরণ এবং সাহিত্য থেকে। ব্যাকরণেরভাষা, বর্ণ, শব্দ, বাক্য, সন্ধি-বিচ্ছেদ, লিঙ্গান্তর, বচন, বানান শুদ্ধি, কারক ও বিভক্তি, সমাস, পদ, প্রকৃতি-প্রত্যয়, বাগধারা, এককথায় প্রকাশ, অনুবাদ, অর্থনীতিবিষয়ক প্রবন্ধ প্রভৃতি থেকে প্রশ্ন হয়েথাকে। এছাড়া বাংলা ভাষা ওসাহিত্যের উৎপত্তি এবং বিকাশ, বিখ্যাতকবি-সাহিত্যিকদের জীবনী ও কর্ম, সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা, চরিত্র ওউক্তি, বিখ্যাত পত্রপত্রিকার সম্পাদক প্রভৃতি বিষয়েও
প্রশ্ন করা হয়।
ইংরেজি
চাকরিপ্রার্থীরা নিয়োগ পরীক্ষায় ইংরেজিতেবেশি ভুল করেন বলেএ বিষয়ে বিশেষ প্রস্তুতিথাকতে হবে। বিশেষকরে letter, word, sentence, parts of speech, voice, narration, phrase and idioms, correction, tense, number, gender, person, completing sentence, correct spelling, synonym, antonym প্রভৃতি ভালোভাবে শিখতে হবে।এ ছাড়া বিখ্যাত সাহিত্যকর্মও রচয়িতা, কবি-সাহিত্যিকদের জীবনীও সৃষ্টিকর্ম, বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাসও নাটকের চরিত্র ওবিশেষ উক্তিগুলো সম্পর্কেও ধারণা রাখতে হবে।
চাকরিপ্রার্থীরা নিয়োগ পরীক্ষায় ইংরেজিতেবেশি ভুল করেন বলেএ বিষয়ে বিশেষ প্রস্তুতিথাকতে হবে। বিশেষকরে letter, word, sentence, parts of speech, voice, narration, phrase and idioms, correction, tense, number, gender, person, completing sentence, correct spelling, synonym, antonym প্রভৃতি ভালোভাবে শিখতে হবে।এ ছাড়া বিখ্যাত সাহিত্যকর্মও রচয়িতা, কবি-সাহিত্যিকদের জীবনীও সৃষ্টিকর্ম, বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাসও নাটকের চরিত্র ওবিশেষ উক্তিগুলো সম্পর্কেও ধারণা রাখতে হবে।
গণিত
নিয়োগ পরীক্ষাগুলোতে অনেকেরই গণিতভীতি কাজ করে।এই ভয় কাটানোর সবচেয়েভালো উপায় নিয়মিত অনুশীলন। ব্যাংকার্সরিক্রুটমেন্ট পরীক্ষায় গণিত অংশে ভালোকরতে গড়, গতি, অনুপাত, শতকরা, পরিমাপ ও একক, সুদকষা, লাভ-ক্ষতি এবংপরিমিতির জটিল সমস্যাগুলোর সমাধানভালোভাবে শিখতে হবে।পাশাপাশি লসাগু-গসাগু, ঐকিকনিয়ম, বর্গ, সরল, মাননির্ণয়, সাধারণ চার নিয়ম, সামান্তধারা নির্ণয়, সমাধান এবং জ্যামিতিকসূত্র ও সংজ্ঞাগুলো শিখতেহবে।
নিয়োগ পরীক্ষাগুলোতে অনেকেরই গণিতভীতি কাজ করে।এই ভয় কাটানোর সবচেয়েভালো উপায় নিয়মিত অনুশীলন। ব্যাংকার্সরিক্রুটমেন্ট পরীক্ষায় গণিত অংশে ভালোকরতে গড়, গতি, অনুপাত, শতকরা, পরিমাপ ও একক, সুদকষা, লাভ-ক্ষতি এবংপরিমিতির জটিল সমস্যাগুলোর সমাধানভালোভাবে শিখতে হবে।পাশাপাশি লসাগু-গসাগু, ঐকিকনিয়ম, বর্গ, সরল, মাননির্ণয়, সাধারণ চার নিয়ম, সামান্তধারা নির্ণয়, সমাধান এবং জ্যামিতিকসূত্র ও সংজ্ঞাগুলো শিখতেহবে।
সাধারণ জ্ঞান
সাধারণজ্ঞান অংশে প্রশ্ন করাহয় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে। বাংলাদেশবিষয়কপ্রশ্নগুলোর উত্তর দিতে ভৌগোলিকবিষয়াবলি, আয়তন, সীমানা, নদ-নদী, কৃষিজ, বনজ, প্রাণিজ ও খনিজ সম্পদ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও মুক্তিযুদ্ধ, শিল্প ও বাণিজ্য, সংস্থাও প্রতিষ্ঠান, পুরস্কার ও সম্মাননা, অর্থনৈতিকব্যবস্থা, নৃতাত্তি্বক পরিচয় এবং সাম্প্রতিকগুরুত্বপূর্ণ ঘটনাবলি জানতে হবে।এ ছাড়া সাম্প্রতিক আন্তর্জাতিকগুরুত্বপূর্ণ ঘটনাবলি, বিশ্ব রাজনীতি, মহাদেশ, দেশ ও জাতি, সীমারেখাও স্থান, আন্তর্জাতিক সংস্থাও সংগঠন, চুক্তি ওসনদ, পুরস্কার ও সম্মাননা, বিশ্বঅর্থনীতি, শিল্প ও বাণিজ্য, খেলাধুলা, বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত স্থান ও স্থাপনাবিষয়ে জ্ঞান রাখতে হবে।
দৈনন্দিন বিজ্ঞানও কম্পিউটার
ব্যাংকার্সরিক্রুটমেন্ট পরীক্ষায় বেশ কিছু প্রশ্নকরা হয় দৈনন্দিন বিজ্ঞানও কম্পিউটার বিষয়ে। প্রশ্নগুলোরউত্তর দিতে বিজ্ঞানের বিভিন্নআবিষ্কার ও আবিষ্কারক, দৈনন্দিনবিজ্ঞান, তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ, চুম্বক, মানবদেহ, উদ্ভিদ ও প্রাণিবিদ্যা, খাদ্য ও পুষ্টি, চিকিৎসাবিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, ভূগোল, প্রাকৃতিক ভূগোল, খনিজ ও মৃত্তিকা, বায়ুমণ্ডল, যন্ত্রবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, ইলেকট্রনিঙ্এবং কম্পিউটার সম্পর্কিত তথ্যগুলো জানা থাকতে হবে।
অ্যানালিটিক্যালঅ্যাবিলিটি, পাজলস, ডাটাসাফিশিয়েন্সি
অ্যানালিটিক্যালঅ্যাবিলিটি, পাজলস, ডাটাসাফিশিয়েন্সি
ব্যাংকার্সরিক্রুটমেন্ট পরীক্ষায় পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা, বিশ্লেষণী ক্ষমতা যাচাইয়ের লক্ষ্যেবেশ কিছু প্রশ্ন করাহয়। নিজেরবুদ্ধিমত্তা ও বিশ্লেষণী ক্ষমতাপ্রয়োগ করে বিষয়গুলোর উত্তরকরতে হবে। বিষয়টিবেশ কঠিন। তবেঅফিসিয়াল জিম্যাট, ব্যারনস জিম্যাট কিংবা আইকিউ টেস্টেরযেকোনো বই দেখে নিয়মিতচর্চা করলে প্রশ্নগুলোর উত্তরদেওয়া সহজ হয় যেকোনোপরীক্ষার্থীর জন্য।
0 comments:
Post a Comment