· নিয়োগকারী প্রতিষ্ঠান ঃ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
· পদক্রম ঃ নন-ক্যাডার
· পদের নাম ঃ সহকারী রাজস্ব কর্মকর্তা
· পদের সংখ্যা ঃ ৪১১ (চারশত এগার) টি পদ
· পরীক্ষার ফি ঃ ৫০০/- (পাঁচশত টাকা)
· বেতন স্কেল ঃ ৮০০০-৪৫০*৭-১১১৫০-ইবি-৪৯০*১১-১৬৫৪০/- সহ বিধি অনুযায়ী প্রদেয় ভাতা/ সুবিধা।
· শিক্ষাগত যোগ্যতা ঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী বা এইচ,এস,সি পরীক্ষা পাসের পর ০৪ (চার) বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রী বা সমমানের ডিগ্রী।
· বয়সসীমা ঃ ০১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০২/০৯/১৯৮৪)। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কণ্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০২/০৯/১৯৮২)।
· অনলাইনে আবেদনের সময়সীমাঃ
1. শুরু- ১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০০ থেকে
2. শেষ- ৩০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত।
3. ফি জমাদানের শেষ তারিখ- ০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত।এছাড়া নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করেও সব তথ্য জানা যাবে। ডাউনলোড করতে ক্লিক করুন পিডিএফ ফাইল
0 comments:
Post a Comment