Tuesday, September 16, 2014

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৪১১ জন লোক নেবে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা পদে  ৪১১ জন লোক নেবে  বাংলাদেশ সরকারিকর্ম কমিশন (বিপিএসসি) সূত্রে তথ্য জানা গেছে সহকারীরাজস্ব কর্মকর্তা পদে আবেদনপত্র চেয়েসোমবার দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরসন্ধ্যা টার মধ্যেআবেদনপত্র জমা দিতে হবে।অনলাইনে ফরম পূরণ করেএই আবেদন জমা দিতেহবেযার সারসংক্ষেপ:

·         নিয়োগকারী প্রতিষ্ঠান               বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
·         পদক্রম                                  নন-ক্যাডার
·         পদের নাম                              সহকারী রাজস্ব কর্মকর্তা
·         পদের সংখ্যা                            ৪১১ (চারশত এগার) টি পদ
·         পরীক্ষার ফি                            ৫০০/- (পাঁচশত টাকা)
·         বেতন স্কেল                            ৮০০০-৪৫০*-১১১৫০-ইবি-৪৯০*১১-১৬৫৪০/- সহ বিধি অনুযায়ী প্রদেয় ভাতা/ সুবিধা
·         শিক্ষাগত যোগ্যতা                               কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী বা এইচ,এস,সি পরীক্ষা পাসের পর ০৪ (চার) বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রী বা সমমানের ডিগ্রী
·         বয়সসীমা                              ০১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০২/০৯/১৯৮৪) মুক্তিযোদ্ধা,       মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কণ্যা শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০২/০৯/১৯৮২)
·         অনলাইনে আবেদনের সময়সীমাঃ
1.       শুরু- ১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০০ থেকে
2.       শেষ- ৩০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা :০০টা পর্যন্ত
                              3.      ফি জমাদানের শেষ তারিখ- ০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা :০০টা পর্যন্ত

এছাড়া নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করেও সব তথ্য জানা যাবে।  ডাউনলোড করতে ক্লিক করুন পিডিএফ ফাইল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৪১১ জন লোক নেবে Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment