Monday, June 23, 2014

ব্যাংকিং; প্রথম সারির ক্যারিয়ার




আমাদের দেশের প্রেক্ষিতে বিবেচনা করলে ব্যাংকের ক্যারিয়ারকে প্রথম সারির ক্যারিয়ার হিসেবেই গণ্য করা হয় যেকোনো বিভাগ থেকে পড়ালেখা করেই ব্যাংকের চাকরির জন্য আবেদন করার সুযোগ রয়েছে আর বিভিন্ন বিষয় থেকে উত্তীর্ণদের ব্যাংকে চাকরি পাওয়ার হারও কম নয় কাজেই আপনার পড়ালেখার বিষয় ব্যাংকে চাকরি পাওয়ার জন্য কোনো বাঁধা নয় বিশেষ করে সরকারি ব্যাংকের জন্য এই কথা বেশি প্রযোজ্য বেসরকারি ব্যাংকগুলোতে অবশ্য কিছু কিছু বিষয়ে পড়ালেখার বাধ্যবাধকতা থাকে তবে অর্থনীতি  এবং বানিজ্য বিভাগে পড়ালেখা করে বাংলাদেশে যেকোনো ব্যাংকেই আবেদন করা যায়

এছাড়া, ব্যাংকে ক্যারিয়ার গড়ার জন্য স্নাতক পাশ করার পর 'বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট'- ভর্তি হওয়া যায় তবে সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষায় প্রতিযোগিতা হয় একটু বেশিই তবে এখানে ভর্তি হতে পারলে আর ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হয় না এর বাইরে ব্যাংকের চাকরির জন্য লিখিত পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সব ব্যাংকেই সাধারণত এসব বিষয়ের উপর প্রশ্ন করা হয়ে থাকে তবে বেসরকারি ব্যাংকগুলোতে সাধারণ জ্ঞান, অ্যানালাইটিকাল অ্যাবিলিটি, ইংরেজি এবং গণিতে বেশি জোর দেওয়া হয় সরকারি ব্যাংকগুলোতে আবার বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানে জোর বেশি দিতে হয় এসব বিষয় মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিতে পারেন

ব্যাংকিং; প্রথম সারির ক্যারিয়ার Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment