Monday, June 23, 2014

ব্যাংক নিয়োগ পরীক্ষার বাংলা বিষয়ক টিপস

আমাদের দেশের সরকারি ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষার প্রশ্নের মধ্যে সামান্য ভিন্নতা দেখা যায়। সরকারি ব্যাংকগুলোর প্রশ্নপত্রে বাংলা বিষয়ে প্রশ্ন করা হয়। কিন্তু বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাংলা বিষয়ে প্রশ্ন করা হয় না বললেই চলে।
ব্যাংকগুলোর রিক্রুটমেন্ট টেস্টের প্রশ্নগুলো দুটি অংশে হয়ে থাকে। প্রথম অংশে থাকে এমসিকিউ এবং দ্বিতীয় অংশে থাকে লিখিত বা  বর্ণনামূলক প্রশ্ন। এমসিকিউ অংশের প্রশ্ন হয়ে থাকে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আর্ন্তজাতিক, দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, পাজলস কিংবা ডাটা সাফিশিয়েন্সি থেকে। প্রশ্নপত্রের লিখিত অংশে থাকে গণিত, ইংরেজি ও অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। তবে মাঝে মাঝে কোন কোন ব্যাংকের প্রশ্নে বাংলায়ও প্রশ্ন হতে দেখা যায়। বাংলা বিষয়ে এমসিকিউ প্রশ্নে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকদের গ্রন্থ, তাঁদের ছদ্মনাম, পত্রপত্রিকার সম্পাদক, নাটক, উপন্যাস, ছোটগল্পের উল্লেখযোগ্য ঘটনা ও চরিত্র, বাংলাদেশের সমসাময়িক সাহিত্যিক, বাংলা ব্যাকরণ অংশ থেকে ভাষা, সন্ধিবিচ্ছেদ, লিঙ্গান্তর, শুদ্ধ বানান, সমাস, কারক ও বিভক্তি, প্রকৃতি-প্রত্যয়, বাগধারা, এক কথায় প্রকাশ ইত্যাদি বিষয়ের  ওপর প্রশ্ন করা হয়ে থাকে। বাংলা বিষয়ের লিখিত প্রশ্নে অনুবাদ, প্রবন্ধ রচনা ও পত্র লিখন ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। এ ক্ষেত্রে সহায়ক গ্রন্থ হিসেবে কাজে লাগবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নবম-দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও ড. সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটি কাজে লাগবে।

ব্যাংক নিয়োগ পরীক্ষার বাংলা বিষয়ক টিপস Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment