Monday, June 30, 2014

বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল সাইড)’ পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংক অফিসার (জেনারেল সাইড) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে প্যানেল প্রস্তুতির জন্য জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর টাঃ ৮০০০-৪৫০*-১১১৫০/-ইবি-৪৯০*১১১-১৬৫৪০/-স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধায় বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করছে
প্রার্থীকে স্বীকৃত কোন বিশবিদ্যালয় থেকে স্ণাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ বছর মেয়াদী স্ণাতক ডিগ্রী থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে সনাতন পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে নূন্যতম ০১(এক)টিতে প্রথম বিভাগ থাকতে হবে কোনো পর্যায়েই ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য হবে না
 
সাধারণ প্রার্থীদের বয়স (২৪/ ০৬/ ২০১৪ তারিখে) সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২২/ ০৭/ ২০১৪ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েয়বসাইট (wwww.bb.org..bd)- Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে 
 
 ফরম পূরণের নিয়ম অন্যান্য শর্তাবলী উক্ত ওয়েবসাইটেই পাওয়া যাবে অসম্পর্ণ/ ভূল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্র্রহণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী নীতিমালা অনসুরণ করা হবে
বিস্তারিত জানতে এখানে দেখুন

বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল সাইড)’ পদে নিয়োগ Rating: 4.5 Diposkan Oleh: Ripon Abu Hasnat

0 comments:

Post a Comment